বাসস
  ২৬ মার্চ ২০২৫, ২১:১৮

ব্যবসায়ী সুমন হত্যার মূল হোতাসহ দুইজন গ্রেফতার 

ঢাকা, ২৬ মার্চ, ২০২৫ (বাসস): র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১) রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনে ডিশ ও ইন্টারনেট ব্যবসায়ী সুমনকে গুলি করে হত্যার ঘটনার মূল হোতাসহ দুই জনকে গ্রেফতার করেছে। 

র‌্যাব গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে পটুয়াখালী এলাকা থেকে ওয়াসির মাহমুদ ওরফে সাঈদ (৫৯) ও টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে মামুন ওরফে বেলালকে (৪২) গ্রেফতার করেছে । 

সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক সালমান নূর আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানান, গুলশান ও বনানী এলাকার ডিশ ও ইন্টারনেট ব্যবসায়ী সুমন মিয়া ওরফে সুমনকে গত ২০ মার্চ বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় গুলশান-১ পুলিশ প্লাজার সামনে কয়েকজন অজ্ঞাতনামা অস্ত্রধারী সন্ত্রাসী গুলি করে পালিয়ে যায়। 

ঘটনার পর সুমনকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। 
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।