শিরোনাম
ঢাকা, ২৭ মার্চ, ২০২৫ (বাসস) : জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের গুরুত্বপূর্ণ কয়েকটি মামলায় ঈদের পর অভিযোগ দাখিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার কাজ শুরুর আশা প্রকাশ করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় সাভারের আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোর মামলার প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, ‘এই মামলার তদন্ত প্রতিবেদনের খসড়া ইতোমধ্যে আমাদের হাতে চলে এসেছে। হয়তো আর মাত্র কয়েক দিন সময় লাগবে। আদালতে আমরা সময় চাওয়ায় আদালত ২৮ এপ্রিল পর্যন্ত সময় দিয়েছেন। কিন্তু তদন্ত প্রতিবেদন প্রস্তুত হয়ে গেছে। ঈদের পর আনুষ্ঠানিকভাবে সেটি দাখিল করা হবে। আশা করছি, এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মধ্য দিয়েই, আনুষ্ঠানিক বিচারকাজটা শুরু করা যাবে।’
এদিকে, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কমান্ড রেসপনসিবিলিটির মামলায় প্রসঙ্গে তাজুল ইসলাম বলেন, ‘সেটারও (এই মামলার) চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। আশা করছি, ঈদের পর সেটাও (তদন্ত প্রতিবেদন) চলে আসবে। আর শেখ হাসিনার এই মামলায় কমান্ড রেসপনসিবিলিটি প্রমাণ করার জন্য সব মামলার সারসংক্ষেপ এখানে চলে আসবে। এটা অনেক বড় মামলা। সে জন্য একটু বেশি সময় লাগছে। আশা করছি, ঈদের পরপর এটাও চলে আসবে।’
অন্যদিকে, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে রাজধানীর চানখাঁরপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার প্রসঙ্গে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘চানখাঁরপুল সংক্রান্ত মামলার খসড়া তদন্ত প্রতিবেদন চলে এসেছে। এটার এখন ফিনিশিং টাচ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ঈদের পর এটারও আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের প্রক্রিয়া শুরু হয়ে যাবে।’