শিরোনাম
চট্টগ্রাম, ২৮ মার্চ ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরের নিরাপত্তা নিশ্চিত ও অস্থিতিশীলতা প্রতিরোধে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আরও ৩৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, গ্রেপ্তারকৃতরা সবাই বিভিন্ন থানায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী।
আজ শুক্রবার নগর পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বুধবার দিবাগত রাত ১২টার পর থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মনির হোসেন (২৯), মো. শাহ আলম (৪৪), মো. সোহেল (২৭), মো. ফারজান হোসেন (৩৬), মাইনুদ্দিন (২৯), মো. গোলাম মোস্তফা (৫৫), মো. সোহাগ (৩৪), আব্দুল কাদের রুবেল (২৭), মো. ইলিয়াছ (৫০), মো. মিজান (৩৮), মো. বারেক (৩২), মাহিন (২৬), মো. ফরহাদ প্রকাশ আদর (২৫), মো. হাসিবুর রহমান জুয়েল (২৩), মো. হাসান প্রকাশ জীবন (২০), মো. জুয়েল (২৪)। মো. মারুফ (১৯), মো. শাহরিয়ার (২০), মোকসেদুল করিম (২২), পরিতোষ নাথ (৩৮), ইমন হোসেন অভি (২২), মো. রিয়াদ (৩০), মো. ফয়সাল মিয়া (২২), দেলোয়ার হোসেন জাহিদ (১৬), মো. আখতারুজ্জামান (৪৯), মো. মহিউদ্দিন (৩৭), মো. নয়ন (২৫), মো. গোলাম রাসূল (৩১), মো. আব্দুর রহমান (৩০), মো. জাবেদ (২৪), মো. নয়ন (২২), মো. ওয়াশিম (৪৫), মুবিনা আক্তার (৩৬), ফরিদা বেগম (৪২) ও মো. বাদশাহ (২৮)।’
বিজ্ঞপ্তিতে জানানো হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসবিরোধী আইনে ৩৫ জনকে গ্রেপ্তার করা রয়েছে।
আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাস বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে ।