বাসস
  ২৯ মার্চ ২০২৫, ১৯:০৯

স্বরাষ্ট্র উপদেষ্টার স্বাক্ষর ও সিল জালিয়াতির সাথে জড়িত জাফর ইকবাল গ্রেফতার

ঢাকা, ২৯ মার্চ, ২০২৫ (বাসস) : স্বরাষ্ট্র উপদেষ্টাসহ বিভিন্ন ব্যক্তির স্বাক্ষর ও সীল জালিয়াতির সাথে জড়িত জাফর ইকবালকে গ্রেফতার করেছে র‌্যাব।

গত রাতে র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র‌্যাব-১ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারক মো. জাফর ইকবালকে (৪৬) গ্রেফতার করে।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার এ তথ্য জানানো হয়।

জাফর ইকবাল স্বরাষ্ট্র উপদেষ্টাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পরিচয়ে অফিসিয়াল স্বাক্ষর ও সীল ব্যবহার করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সাধারণ মানুষকে চাকরি দেওয়া, পদোন্নতি প্রদান, বদলি সংক্রান্ত এবং গবাদি পশুসহ দ্রব্যসামগ্রী আমদানির জন্য অনুমতি প্রদান সংক্রান্ত দালালি কার্যক্রম করে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আসছিল।

এ সময় তার নিকট হতে প্রতারণার কাজে ব্যবহৃত স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভুয়া স্বাক্ষরিত বিভিন্ন নথিপত্র, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ভুয়া সীল, ভিজিটিং কার্ডসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

সাম্প্রতিক সময়ে এক ব্যবসায়ীকে সীমান্ত এলাকায় গবাদি পশু আমদানির জন্য স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের ভুয়া স্বাক্ষরিত অনুমতিপত্র প্রদান করে।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।