বাসস
  ২৯ মার্চ ২০২৫, ২১:১০

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

ফাইল ছবি

ঢাকা, ২৯ মার্চ, ২০২৫ (বাসস) : দক্ষিণ আফ্রিকায় নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শাহ আহমেদ শফি প্রিটোরিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট  মাতামেলা সিরিল রামাফোসার কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার প্রিটোরিয়ায় প্রেসিডেন্টের অতিথি ভবনে আয়োজিত অনুষ্ঠানে জাপান, রাশিয়া, তুরস্ক, মিশর, পর্তুগাল, নেপাল, মঙ্গোলিয়া, পানামা এবং কানাডাসহ পাঁচটি মহাদেশের ১৪টি দেশের রাষ্ট্রদূতগণও তাদের পরিচয়পত্র পেশ করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠানে বাংলাদেশ হাইকমিশনার তার বক্তব্যে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সম্পর্ক জোরদার করার গুরুত্বের উপর জোর দেন। 

তিনি প্রেসডেন্ট রামাফোসাকে বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার একটি হাইকমিশন প্রতিষ্ঠার জন্য অনুরোধ করেন এবং ২০২৬ সালের প্রথম দিকে পারস্পরিক সুবিধাজনক সময়ে ঢাকা সফরের জন্য তাকে আমন্ত্রণ জানান।

অর্থনৈতিক সহযোগিতার উপর আলোকপাত করে হাইকমিশনার বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়ন এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের বিশাল সম্ভাবনার উপর জোর দেন।

তিনি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার জনগণের মধ্যে সংযোগ বৃদ্ধি এবং ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার প্রয়োজনীয়তার উপরও জোর দেন।

দক্ষিণ আফ্রিকার উল্লেখযোগ্য উন্নয়নের প্রশংসা করে, শফি ফিলিস্তিনের প্রতি অব্যাহত সমর্থনের জন্য দক্ষিণ আফ্রিকা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই বিষয়ে বাংলাদেশের পূর্ণ সংহতি পুনর্ব্যক্ত করেন।