শিরোনাম
পঞ্চগড়, ৩০ মার্চ, ২০২৫ (বাসস) : জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা যদি একজন আরেকজনের প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হই তাহলে ক্ষতিটা যেমন আন্তঃদলীয় হবে তেমনি পঞ্চগড় জেলারও ক্ষতি হবে।
শনিবার বিকেলে সরকারি অডিটোরিয়ামের মুক্তমঞ্চে পঞ্চগড় পৌর বিএনপি আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘দেশের পিছিয়ে থাকা জেলা গুলোর মধ্যে পঞ্চগড় একটি। আমরা সকলে মিলে পঞ্চগড়কে এগিয়ে নিতে কাজ করবো।’
পঞ্চগড় পৌর বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন রনিকের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। অন্যদের মধ্যে জেলা জামায়াতের আমীর ইকবাল হোসাইন, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জাগপার সহসভাপতি সামছুজ্জামান নয়ন উপস্থিত ছিলেন।