বাসস
  ৩০ মার্চ ২০২৫, ১২:৩০

ফ্যাসিবাদী শাসনব্যবস্থা রুখতে গঠিত হয়েছে এনসিপি : আখতার হোসেন

শনিবার রংপুরে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। ছবি: বাসস

রংপুর, ৩০ মার্চ, ২০২৫ (বাসস) : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সদস্য-সচিব আখতার হোসেন বলেছেন, এদেশে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা চিরতরে রুখে দেয়ার জন্য ছাত্রদের নিয়ে দলটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, ‘আমরা ছাত্ররা নিজেদেরকে সংগঠিত করেছি। এনসিপি গঠন করেছি, যাতে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা আর কখনও বাংলাদেশে ফিরে না আসে। আমরা মানুষের নাগরিক অধিকার এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতে চাই।’

শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নে এনসিপি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আখতার হোসেন এ কথা বলেন।

তিনি বলেন, দেশে একটি ফ্যাসিবাদী স্বৈরাচারী শাসনব্যবস্থা বিরাজ করছিল।

তিনি বলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থান বাংলাদেশের ছাত্র ও জনগণের নেতৃত্বে সংঘটিত হয়েছিল। যার মাধ্যমে বাংলাদেশের জনগণ দীর্ঘস্থায়ী ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পেয়েছেন।’

আখতার হোসেন আরো বলেন, দেশের প্রতিটি মানুষের নাগরিক অধিকার, মানবিক মর্যাদা রয়েছে। এনসিপি সেই অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করতে চায়।

তিনি বলেন, ‘এটি আমাদের দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি যাতে ন্যায্য রাজনীতির প্রতি মানুষের আস্থা তৈরি হয়, মানুষ তাদের নিজস্ব নাগরিক অধিকার এবং মানবিক মর্যাদা সম্পর্কে সচেতন এবং তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রস্তুত হয়।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে, এনসিপি সদস্য আরিফ হোসেন, একরামুল হক, সাখাওয়াত হোসেন সুজন এবং বিভিন্ন সংগঠনের নেতা ও সংগঠকরা উপস্থিত ছিলেন।

এর আগে বিকেলে, এনসিপি সদস্য-সচিব আখতার হোসেন পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নে দুদুমিয়া জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন।