বাসস
  ৩০ মার্চ ২০২৫, ১৩:১৫

হা-মীম গ্রুপের কর্মকর্তাকে অপহরণ করে হত্যা, গ্রেফতার ৪ : র‌্যাব

ঢাকা, ৩০ মার্চ, ২০২৫ (বাসস) : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) হামীম গ্রুপের কর্মকর্তা আহসান উল্লাহ হত্যায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো- সাইফুল ইসলাম (৩৯), নূরনবী মিয়া (২৫), মোহাম্মদ ইসরাফিল (১৯) ও সুজন ইসলাম (১৯)।

র‌্যাব জানিয়েছে, আজ রোববার সুজনকে গ্রেফতার করা হয় এবং গতকাল শনিবার ইসরাফিলকে গাজীপুরের কাশিমপুর থেকে গ্রেফতার করা হয়। অপর দুই অভিযুক্ত সাইফুলকে গাইবান্ধা থেকে ও নূরনবীকে লালমনিরহাট থেকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, ঈদের আগে অর্থের জন্য আহসান উল্লাহকে অপহরণ করে নির্যাতন করে হত্যা করা হয়।
আহসান উল্লাহ হত্যার মূল পরিকল্পনাকারী তাঁর গাড়িচালক সাইফুল।

আহসান উল্লাহ নিখোঁজ হওয়ার দুই দিন পর উত্তরার ১৬ নম্বর সেক্টর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

২৩ মার্চ বিকেলে আহসান উল্লাহ অফিস থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরে তার পরিবারের সদস্যরা র‌্যাবের কাছে অভিযোগ দেন।

তখন পরিবারের পক্ষ থেকে বলা হয়, আহসানুল্লাহ নিখোঁজের পর তার গাড়িচালক সাইফুলের কথাবার্তা সন্দেহজনক। পরে সাইফুলকে আটক করে র‌্যাব।