শিরোনাম
ঢাকা, ৩০ মার্চ, ২০২৫ (বাসস) : অধ্যাপক মো. ইউনুস ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শনিবার কুমিল্লা-৫ সংসদীয় আসনের বুড়িচং ও ব্রাক্ষণপাড়া উপজেলার তিনটি ভ্যানুতে উপজেলার ১৭টি ইউনিয়নের ৮৬০টি অসচ্ছল ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
ঈদ সামগ্রীর মধ্যে ছিলো পোলাও চাল, লাচ্ছা সেমাই, চিনি, গুঁড়া দুধ, লবন, পেঁয়াজ, আলু, সয়াবিন তেল ও মসল্লা।
ঈদ খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম শুরু হয় অধ্যাপক মো. ইউনূসের পীরযাত্রাপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের এমপি বাড়িতে স্থাপিত প্রথম ভ্যানুতে।
অধ্যাপক মো. ইউনুস ফাউন্ডেশন-এর কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী জেনারেল অধ্যাপক কামরুল হাসান নাসিমের সার্বিক তত্বাবধানে এই ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা এবং সরকারের যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল হাসান। উদ্বোধনী বক্তব্যে ফাউন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান এডভোকেট আহম তাইফুর আলম বলেন, আত্মমানবতার সেবায় ফাউন্ডেশনের কার্যক্রম ভবিষ্যতে আরো বিস্তৃতি লাভ করবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ফাউন্ডেশনের জয়েন্ট সেক্রেটারী এডভোকেট এরশাদুল হক এরশাদ, বুড়িচং উপজেলা কমিটির সহ-সভাপতি জিএম আলাওল করিম, যুগ্ম সম্পাদক মাহবুব মাসুম, সারোয়ার জাহান, বুড়িচং কমিটির যুগ্ম সম্পাদক আবুল কাউসার, সদস্য কবির হোসেন, মো. জহিরুল ইসলাম, মো. আবু কাউছার, মো. জাহাঙ্গীর, মো. ময়নাল হোসেন, মো. ইসমাইল, মোতালেব, জাহাঙ্গীর, শফিক, ও হান্নান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এই ভ্যানুতে পীরযাত্রাপুর, মোকাম, ভারেল্লা ও ময়নামতি ইউনিয়নের ৩১০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এরপর ঈদ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয় বুড়িচং ডিগ্রী কলেজ প্রাঙ্গনে স্থাপিত ২য় ভ্যানুতে। ফাউন্ডেশনের বুড়িচং কমিটির তত্ত্বাবধানে বুড়িচং সদর, ষোলনল, বাকশীমুল ও রাজাপুর ইউনিয়নের ৩২০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বুড়িচং কমিটির সভাপতি আব্দুর রহীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কামাল হোসেনের তত্বাবধানে এই ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল হাসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এডভোকেট আহম তাইফুর আলম।
এদিকে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় ব্রাক্ষণপাড়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্থাপিত তৃতীয় ভ্যানুতে। ফাউন্ডেশনের ব্রাহ্মণপাড়া শাখার সভাপতি ডা. মো. আতাউর রহমান জসিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ লাভলুর সঞ্চালনায় ব্রাহ্মণপাড়া শাখায় অনুষ্ঠিত খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সরকারের যুগ্মসচিব বাদরুল হাসান লিটন, বিশেষ অতিথি ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান ও প্রধান বক্তা অধ্যাপক মো. ইউনুস ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট আহম তাইফুর আলম ।