শিরোনাম
ময়মনসিংহ, ১ এপ্রিল, ২০২৫ (বাসস) : ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ‘নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যাত্রার শুরুতেই আমরা আনুষ্ঠানিকভাবে তাদের শুভকামনা জানিয়েছি। সকল ছাত্র সংগঠনের প্রতি আমাদের এই শুভকামনা অব্যাহত থাকবে। কিন্তু যারা প্রকাশ্য রাজনীতি না করে গুপ্ত রাজনীতি ও পেছনের দরজা দিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়, তাদের প্রতি আমাদের শুভকামনা নেই।’
আজ মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এর আগে মাসকান্দা থেকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে নেতাকর্মীরা রাকিবুল ইসলাম রাকিবকে বরণ করে নেয় এবং নতুন বাজার মোড়ে পৌঁছালে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিনসহ নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে ধারণ করে প্রকাশ্যে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে রাজনৈতিক কাজ করছে, তাদের জন্য আমাদের সবসময় শুভকামনা থাকবে। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে ছাত্র রাজনীতি চালিয়ে যাবো। কোনো ক্যাম্পাসে সন্ত্রাস, আধিপত্য বা প্রভাব বিস্তার থাকবে না। সাধারণ শিক্ষার্থীরা নির্ভয়ে রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে ক্যাম্পাসে বিচরণ করবে এবং ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ভাই-বোন হিসেবে পাশে থাকবে।’
তিনি আরও বলেন, ‘বিগত ১৫ বছরে যেসব ছাত্র নেতাকর্মী শত শত মামলায় হয়রানির শিকার হয়েছেন, যাদের ব্যক্তিগত ও শিক্ষা জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের দায় সংগঠন এড়িয়ে যেতে পারে না। আমরা ইতোমধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রদের মধ্য থেকে সাত শতাধিক কমিটি গঠন করেছি। পর্যায়ক্রমে পৌরসভা, উপজেলা, জেলা, মহানগরে কমিটি গঠন করা হবে এবং সেখান থেকেই ভবিষ্যতে কেন্দ্রীয় সংসদ নির্বাচন হবে।’