শিরোনাম
ঠাকুরগাঁও, ২ এপ্রিল, ২০২৫ (বাসস) : গণতন্ত্রে ভিন্নমত থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। গণতন্ত্রে নানা সমস্যা থাকলেও এটাই এখন পর্যন্ত পৃথিবীর সেরা মতবাদ। তাই গণতন্ত্র রক্ষা এখন একটা চ্যালেঞ্জ হিসেবে আমাদের সামনে এসেছে। বহুদলীয় গণতন্ত্র বা বহুত্ববাদকে এখন ছড়িয়ে দিতে হবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন।
তিনি বলেন, বিএনপি’র ৩১ দফায় বর্তমানে উচ্চারিত সংষ্কারের সবগুলো বিষয়ই রয়েছে। বিএনপি মহাসচিব বলেন, বিএনপি সবসময়ই ধ্বংস হয়ে যাওয়া নির্বাচন ব্যবস্থার সংষ্কার করে নির্বাচন চেয়েছে। বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলন চলাকালীন আমরা ৬ মাসের কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন চেয়েছি। বিএনপি যা চেয়েছিল সেটাই তো এখন আসছে, তাহলে সমস্যা কোথায়।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, হাসিনার আমলের পুলিশি নিপীড়ন ব্যবস্থার ফলে বর্তমানে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের মনোবলে ঘাটতি দেখা যাচ্ছে। দেশজুড়েই আমরা আইন-শৃঙ্খলার অবনতির খবর আমরা পাচ্ছি। বিএনপির যেসব নেতা-কর্মী-সংগঠনের বিরুদ্ধে অভিযোগ আছে আইন নিজের হাতে তুলে নেয়া এবং অন্যায় করার সেসবের বিরুদ্ধে আমরা কিছু অভিযুক্ত কমিটি ভেঙ্গে দেয়া, বহিষ্কারসহ নানা দলীয় পদক্ষেপ নেয়া হয়েছে। বর্তমানে আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগের সঠিক পদক্ষেপ নেয়ার ব্যাপারে যেসব ঘাটতি রয়েছে, সেগুলোর নির্বাচনের আগেই সংষ্কারের প্রস্তাব আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়েছি, প্রয়োজনে আরও সুনির্দিষ্ট পদক্ষেপের ব্যাপারে বলবো।
এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপি’র যুগ্ম-সম্পাদক পয়গাম আলী, সহ-সভাপতি ওবায়দুল্ল্যাহ মাসুদ, পৌর বিএনপি’র সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সাধারণ সম্পাদক তারিখ আদনানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ এসময় উপস্থিত ছিলেন।