বাসস
  ০৩ এপ্রিল ২০২৫, ২০:৫১
আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ২১:১৩

অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে শহীদের রক্ত বৃথা  যাবে : সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইল, ৩ এপ্রিল, ২০২৫ (বাসস) : বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে জুলাই গণঅভ্যূত্থানের শহীদদের রক্ত বৃথা যাবে।
 
‘বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশিপ’ উপলক্ষে আজ দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে  তিনি  এ কথা বলেন। 

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, নির্বাচনের দাবি কিন্তু দেশের আপামর  জনসাধারণের। মানুষ ২০১৪, ’১৮ এবং ’২৪ সালে ভোট দিতে পারেনি। প্রায় ৩ কোটি ৬০ লাখ নতুন ভোটার হওয়া সত্বেও তাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। কাজেই সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এ দেশের মানুষ  করেছে। 

তিনি বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। জরগণের গণতন্ত্রের যে আকাঙ্খা, আশা করি এই সরকার দ্রুত পূরণ করবে।  আমরা দলের পক্ষ থেকে সব সময়ই নির্বাচনের দাবি জানিয়ে যাচ্ছি। সরকার যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করবে। আমরা এই সরকারকে সহযাগিতা করে যাচ্ছি।

টুকু বলেন, বর্তমান সরকার ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, কাজেই এই সরকার ব্যর্থ হলে শহীদের রক্ত কিন্ত বৃথা যাবে। যে উদ্দেশ্য শহীদরা রক্ত দিয়েছে, সেই গণতন্ত্র একটি নির্বাচনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত করতে হয়।

তিনি বলেন, তাই ভোটাধিকার প্রতিষ্ঠার যে দাবি, যৌক্তিক সময়েই এ সরকার প্রক্ষেপ নেবে বলে তিনি মনে করেন। পরবর্তী সিদ্ধান্ত দল কি নেবে তার পক্ষে সেটা বলা সম্ভব নয়। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশের জনগণ ভোটাধিকার  প্রয়োগ করবে এটিই তাদের সকলের প্রত্যাশা।

সাংবাদিকের এক প্রশ্নে জবাবে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, যারা ফ্যাসিবাদি তারা বিভিন্নভাবে  পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী একটি দেশে আশ্রয় নিয়ে  বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন রকম উষ্কানিমূলক বক্তব্য দিচ্ছে। সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে যেভাবে আন্দোলন সংগ্রাম করেছে, সেভাবে এদের ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দেব।

এ সময় জেলা বিএনপি’ সহ-সভাপতি আলী ইমাম তপন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান প্রমুখ উপস্থিত ছিলেন।