শিরোনাম
ঢাকা, ৪ এপ্রিল ২০২৫ (বাসস) : বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, দেশীয় শিল্পীদের মূল্যায়ন করতেই ‘স্বাধীনতা কনসার্ট’র আয়োজন করা হয়েছে।
'সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর উদ্যোগে রাজধানী ঢাকাসহ চার বিভাগীয় শহরে আগামী ১১ এপ্রিল এই ‘স্বাধীনতা কনসার্ট’ অনুষ্ঠিত হবে।
এ কনসার্ট উপলক্ষে আজ সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ভেন্যু পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমানে দেশীয় শিল্পীদের মূল্যায়ন না করার সংস্কৃতি চলছে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চিন্তা থেকেই দেশীয় শিল্পীদের পরিবেশনায় স্বাধীনতা কনসার্টের আয়োজন করেছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’।
টুকু অভিযোগ করেন যে বিগত সরকারের সময়ে রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে দেশীয় প্রতিভাকে অবহেলা করে ভারত থেকে শিল্পী আনা হতো। আর এখন আনা হচ্ছে পাকিস্তানি শিল্পী। যা খুবই দুঃখজনক।
তিনি বলেন, আমাদের উদ্দ্যেশ্য দেশীয় শিল্পীদের পারফর্ম করার সুযোগ দেওয়া। কারণ আমাদের বহু প্রতিভা রয়েছে। তারা নিজেদের যোগ্যতা দিয়ে বিশ্ব পরিমণ্ডলেও বাংলাদেশকে তুলে ধরেছেন। আমরা এসব প্রতিভা মূল্যায়নের পাশাপাশি নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে চাই।
এক্ষেত্রে কোনও দলীয় পরিচয় বিবেচনা করা হয়নি উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, সত্যিকার অর্থে যারা শিল্পী, তাদেরকেই রাখা হয়েছে। বিগত দিনে বিএনপির বিরুদ্ধে কথা বলেছেন তাদেরকেও বাদ দেওয়া হয়নি। নতুন বাংলাদেশ গড়তে সবাইকে নিয়ে পথ চলবো।
তিনি জানান ১১ এপ্রিল ঢাকাসহ ৪টি ভেন্যুতে হলেও পর্যায়ক্রমে বাকি বিভাগ ও জেলা সদরে এই কনসার্ট আয়োজন করা হবে। অনুষ্ঠান সফল করতে তিনি গণমাধ্যমের সহযোগিতা চাওয়ার পাশাপাশি ঢাকা বিভাগের আপামর জনতাকে অংশগ্রহণের আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, ‘স্বাধীনতা কনসার্ট’-এর ঢাকা টিমের সদস্য রফিকুল আলম মজনু, আমিনুল হক, হাবিবুর রশীদ হাবিব, ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, রাকিবুল ইসলাম রাকিব, জাহিদুল ইসলাম রনি ও সাজু মুনতাসির প্রমুখ।