শিরোনাম
নড়াইল, ৫ এপ্রিল, ২০২৫ (বাসস): জেলায় আজ জাতীয়তাবাদী ছাত্রদলের নড়াইল জেলা শাখার বর্তমান ও সাবেক নেতৃবৃন্দের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে কলেজের মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।
ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আরিফ হাসানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিএনপি নেতা এডভোকেট মুন্সী শাহীন উল্লাহ মোহন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু, এডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, নড়াইল পৌর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন ও সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, জেলা ছাত্রদলের সভাপতি মো. ফরিদ বিশ্বাস ও সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি, সাবেক সাধারণ সম্পাদক এনামুল কবীর চন্দন, ভিক্টোরিয়া কলেজ শাখার সদস্য সচিব হামিদুল হক তনু প্রমুখ উপস্থিত ছিলেন।