বাসস
  ০৬ এপ্রিল ২০২৫, ১৬:৫৭

ঈদের ছুটি শেষে সাতক্ষীরায় ভোমরা স্থলবন্দরের কার্যক্রম শুরু

ঈদ উপলক্ষে টানা ৯দিন বন্ধ ধাকার পর রোববার সকাল থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি- রপ্তানি কার্যক্রম আবারো শুরু। ছবি : বাসস

সাতক্ষীরা, ৬ এপ্রিল ২০২৫ (বাসস) : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯দিন বন্ধ ধাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আবারো শুরু হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি- রপ্তানি কার্যক্রম। 

আজ সকাল থেকে বাংলাদেশ-ভারত দুই দেশের এই বানিজ্যিক কার্যক্রম শুরু হয়। এর ফলে স্থলবন্দর ব্যবহারকারীদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। 

এর আগে, গত ২৮ মার্চ (শুক্রবার) থেকে গতকাল ৫ এপিল (শনিবার) পর্যন্ত টানা ৯ দিন ঈদের ছুটিতে বন্দরের সবধরনের আমাদানী-রপ্তানী বাণিজ্য বন্ধ ছিলো। তবে, এ সময়ে পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করেছেন। 

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা জানান, ভোমরা স্থলবন্দর সংশ্লিষ্ট সকল সংগঠনসহ সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের কার্যকরী পরিষদের যৌথ মতামতের ভিত্তিতে ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাথে আলোচনা করে সর্বসম্মতিক্রমে গত ২৮ মার্চ (শুক্রবার) থেকে গতকাল ৫ এপিল (শনিবার) পর্যন্ত টানা ৯ দিন বন্দরের সব ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। ছুটি শেষে আজ রোববার সকাল থেকে আবারো উভয় দেশের আমদানী-রপ্তানী বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুফাল দুলাল মন্ডল জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোমরা স্থল বন্দরের আমদানী-রপ্তানী বাণিজ্যিক কার্যক্রম টানা ৯ দির বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীরা এই সময়ে যথারীতি যাতায়াত করেছেন। 

ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার আবুল কালাম আজাদ বলেন, টানা ৯ দিন বন্ধ থাকার পর আজ থেকে স্থলবন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম আবারো শুরু হয়েছে।