বাসস
  ০৬ এপ্রিল ২০২৫, ১৮:৩১

দেশীয় অস্ত্রসহ চার ডাকাত গ্রেফতার

ঢাকা, ৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : রাজধানীর কদমতলী থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে কদমতলী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো রাজু মল্লিক ওরফে বাধা রাজু (৩৩), মো. অন্তর (২৫), মিজানুর শেখ (৩৫) ও মো. মহসিন (৩৩)। আজ রোববার রাত আনুমানিক ৩টা ৪৫মিনিটে কদমতলী থানাধীন মুরাদপুর ক্যাপ্টেন মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে একটি দা, দুটি সুইচ গিয়ার ও একটি লোহার রড উদ্ধার করা হয়।

কদমতলী থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে কদমতলী থানাধীন মুরাদপুর ক্যাপ্টেন মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের সাথে থাকা কয়েকজন দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় কদমতলী থানায় গ্রেফতারকৃতরাসহ পলাতক অন্যান্যদের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে।