বাসস
  ০৭ এপ্রিল ২০২৫, ১২:৩৪

বংশালে অগ্নিকাণ্ডে নিহত ১, ধোঁয়ায় অসুস্থ ৮ জন ঢাকা মেডিকেলে ভর্তি

রাজধানীর বংশালের নাজিমুদ্দিন রোডের মাকরোশা মাজার এলাকার একটি পাঁচতলা ভবনের নিচতলায় অগ্নিকাণ্ড। ছবি: বাসস

ঢাকা, ৭ এপ্রিল, ২০২৫ (বাসস): রাজধানীর বংশালের নাজিমুদ্দিন রোডের মাকরোশা মাজার এলাকার একটি পাঁচতলা ভবনের নিচতলায় আগুন লেগে একজন নিহত হয়েছেন।

আগুনের ধোঁয়ায় অসুস্থ ১৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক এক বৃদ্ধকে মৃত ঘোষণা করেন। এর মধ্যে ৮ জনকে ভর্তি করা হয়েছে। তারা চিকিৎসাধীন আছেন।

আজ সোমবার ভোর ৪টা ১০ মিনিটের দিকে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৫টি ও লালবাগ থেকে ২টিসহ মোট সাতটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিভাতে সক্ষম হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে  ভর্তি আগুনের ধোঁয়ায় অসুস্থরা হলেন-শাকিব (২২), মমতাজ বেগম (৫৫), বুলবুল (৩৭), শিল্পী (৪২), আহালান (৪), ইকবাল (৪৭), মুশফিকা (২৫) ও রুহুল আমিন (২৬)।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বাসসকে  বলেন, নাজিমুদ্দিন রোডে একটি পাঁচতলা ভবনের নিচ তলায় আগুনের ধোয়ায় ১৮ জনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে এলে চিকিৎসক এক বৃদ্ধকে মৃত ঘোষণা করেন। এর মধ্যে ৮ জন অবজারভেশনে চিকিৎসাধীন আছে।