বাসস
  ০৭ এপ্রিল ২০২৫, ১৮:৫৮

ব্র্যাক ও ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে ৬৮ নারী উদ্যোক্তার গ্র্যাজুয়েশন সম্পন্ন

ব্র্যাক এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ৬৮ নারী উদ্যোক্তা সফলভাবে ‘উদ্যোক্তা ১০১’ কোর্স সম্পন্ন করেন। ছবি: ব্র্যাক

ঢাকা, ৭ এপ্রিল, ২০২৫ (বাসস): ব্র্যাক ব্যাংকের উদ্যোক্তা অ্যাক্সেলারেটর প্রোগ্রাম ‘উদ্যোক্তা ১০১’এর অধীনে সম্প্রতি ব্র্যাক ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন ৬৮ জন নারী উদ্যোক্তা। 

ব্র্যাক ইউনিভার্সিটি থেকে ৩৮ জন এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ৩০ জন নারী উদ্যোক্তা সফলভাবে ‘উদ্যোক্তা ১০১’ কোর্স সম্পন্ন করেছেন। 

নারী উদ্যোক্তাদের গ্র্যাজুয়েশন উপলক্ষে পৃথক পৃথক অনুষ্ঠানেরও আয়োজন করে ব্র্যাক ব্যাংক। এসব উদ্যোক্তারা বাংলাদেশের এসএমই ইকোসিস্টেমকে আরো শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে বিশ্বাস করে ব্র্যাক ব্যাংক।

এই অ্যাক্সেলারেটর প্রোগ্রামটি বাংলাদেশে উদ্যোক্তা উন্নয়নে, বিশেষ করে ব্যবসায়িক ক্ষেত্রে নারী উদ্যোক্তাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এই প্রোগ্রামটির লক্ষ্য হলো, সম্ভাবনাময় উদ্যোক্তাদের ব্যবস্থাপনা এবং উদ্যোক্তা দক্ষতা বৃদ্ধি করে তাদের ব্যবসাকে টেকসই ও বিস্তৃত করে তোলা। 

তিন মাসব্যাপী এই সার্টিফিকেশন কোর্সে ছিল ব্যবসায়, অর্থনীতি ও ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধির পাশাপাশি টিম বিল্ডিং, মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং বিজনেস ফ্যাক্টরি ভিজিটের মতো ব্যবসায়ের নানান গুরুত্বপূর্ণ বিষয়। 

এই কোর্সের গ্র্যাজুয়েটরা এখন ইন্ডাস্ট্রি এক্সপার্টদের সঙ্গে একটি তিন মাসব্যাপী মেন্টরশিপ প্রোগ্রামে যুক্ত হবেন, যা তাদের ব্যবসায় উদ্যোগের কৌশলগত দক্ষতা আরো বৃদ্ধি করবে। নতুন উদ্যোক্তাদের মার্কেটের বাস্তব অভিজ্ঞতা দিতে  তাদের জন্য এই দুটি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী প্রদর্শনীরও আয়োজন করে।

ব্র্যাক ইউনিভার্সিটি গত ২০ ফেব্রুয়ারি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ২৭ ফেব্রুয়ারি পৃথকভাবে গ্র্যাজুয়েশন প্রোগ্রামের আয়োজন করে। এতে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (হেড অব এসএমই ব্যাংকিং) সৈয়দ আব্দুল মোমেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিজনেস লিডাররা উপস্থিত ছিলেন।