বাসস
  ০৯ এপ্রিল ২০২৫, ১৮:৪৮
আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১৮:৫৫

বেগম খালেদা জিয়াকে নিয়ে কু-রুচিপূর্ণ কমেন্টস : মুফতি এবাদুলের বিরুদ্ধে মামলা

ছবি : সংগৃহীত

ঢাকা, ৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কু-রুচিপূর্ণ, অশালীন ও অপমানজনক কমেন্টস করার অভিযোগে মুফতি এবাদুল ইসলাম ফরিদীর নামে মামলা করা হয়েছে।

মামলার আসামি মুফতি এবাদুল ইসলাম ফরিদী আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকার নূর জামে মসজিদের ইমাম ও খতিব। মামলার পর আসামি এবাদুল ইসলাম ফরিদীকে গ্রেফতার করে ঢাকার একটি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আজ বুধবার ঢাকা জেলার কোর্ট ইন্সপেক্টর সৈয়দ আক্তার হোসেন বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, মঙ্গলবার আসামি এবাদুল ইসলাম ফরিদীকে সাত দিনের রিমান্ড আবেদন করে ঢাকার জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এদিন তাকে ঢাকার সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।

এর আগে গত ৭ এপ্রিল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কু-রুচিপূর্ণ, অশালীন ও অপমানজনক কমেন্টস করার অভিযোগে সাইবার নিরাপত্তা আইনে আশুলিয়া থানায় এ মামলা করেন বিএনপি ঢাকার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান। মামলার পর একই দিনে বরিশাল উজিরপুর থানা পুলিশ এবাদুল ইসলামকে গ্রেফতার করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৫ এপ্রিল মো. এবাদুল ইসলাম পিনাকি ‘দাদাভাই পিনাকী’ পেইজে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও বিএনপি যৌথ করণীয় বিষয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। মামলার আসামি এবাদুল ইসলাম ফরিদী তার ফেইসবুক আইডি হতে উক্ত সংবাদের কমেন্ট বক্সে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে কু-রুচিপূর্ণ, অশালীন ও অপমানজনক কমেন্টস করেন।  উক্ত পোষ্টে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়া কু-রুচীপূর্ণ, অশালীন ও অপমান জনক কমেন্টস করার বিষয়ে পরবর্তীতে সারাদেশে থাকা জাতীয়তাবাদী দলসহ বিএনপি’র অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ জনসাধারণের মধ্যে মারাত্মক ঘৃণা ও ক্ষোভের সৃষ্টি হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহতম রাজনৈতিক সংগঠন। এই সংগঠনের চেয়ারপার্সন হিসাবে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ দলের নেতৃত্ব দিয়ে আসছেন।