বাসস
  ১১ এপ্রিল ২০২৫, ১৫:২০

গার্মেন্ট শ্রমিক নেতা সীমাসহ অন্যান্যদের মুক্তি দাবি

ঢাকা, ১১ এপ্রিল, ২০২৫(বাসস) : রূপগঞ্জের রবিনটেক্স গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের সভাপতি সীমা বেগমসহ গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে কারখানা খুলে দেওয়ার দাবি জানিয়েছে  গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট।

শুক্রবার এক বিবৃতিতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি আহসান হাবিব বুলবুল এবং সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ এই দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত রবিনটেক্স গার্মেন্টসে কর্মরত শ্রমিকরা একটি ইউনিয়ন গঠন এবং নিবন্ধনের আবেদন করে। কিন্তু কারখানা কর্তৃপক্ষ প্রভাব বিস্তার করে ইউনিয়নের নিবন্ধনকে বাধাগ্রস্ত করতে শ্রমিক কর্মচারীদের চাকরিচ্যুত করার চেষ্টা করছে। 

বিবৃতিতে বলা হয়, কারখানা কর্তৃপক্ষের এই অন্যায় আচরণের বিরুদ্ধে শ্রম অধিদপ্তরে অভিযোগ করা হয়েছে। ইউনিয়ন নিবন্ধনের বিষয়টি বিচারাধীন থাকায় কারখানা কর্তৃপক্ষ ইউনিয়নকে দুর্বল করার বিভিন্ন অজুহাতে চাকরিচ্যুত ও হয়রানি করছে।