শিরোনাম
ঢাকা, ১১ এপ্রিল, ২০২৫ (বাসস) : বাংলাদেশ পুলিশ তাদের নতুন লোগো বা মনোগ্রাম চূড়ান্ত করেছে। এখন বিদ্যমান লোগোর পরিবর্তে নতুন লোগো প্রতিস্থাপন করা হবে, শুধু গেজেট প্রকাশের অপেক্ষা।
নতুন লোগোতে জাতীয় ফুল শাপলা (জলশালি) রয়েছে, যা পানির উপর অবস্থিত, গম এবং ধানের মালা দিয়ে ঘেরা এবং উপরে তিনটি পাট পাতা দিয়ে সংযুক্ত।
‘পুলিশ’ শব্দটি বাংলায় ধান ও গমের মালাটির নীচের সংযোগস্থলের নিচে লেখা হবে।
গতকাল বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (লজিস্টিকস) নাসিমা আক্তারের স্বাক্ষরিত একটি আদেশ জারি করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর সংশ্লিষ্ট সকলকে আপনার জেলা/ইউনিটে ব্যবহৃত পতাকা, সাইনবোর্ড, ইউনিফর্ম এবং অন্যান্য জিনিসপত্রে ব্যবহারের জন্য পরিবর্তিত মনোগ্রাম/লোগো প্রস্তুত করতে বলেছে।
আদেশে বলা হয়েছে, মনোগ্রামটি ইতোমধ্যেই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে এবং গেজেট বিজ্ঞপ্তি জারির জন্য অপেক্ষা করছে।
আদেশে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের বর্তমান মনোগ্রাম বা লোগো পরিবর্তনের সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে নতুন লোগোটি চূড়ান্ত করা হয়েছে।