বাসস
  ১১ এপ্রিল ২০২৫, ১৭:৪৩
আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ২০:৪৬

যাত্রাবাড়ি-গুলিস্তান ফ্লাইওভার থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার

ঢাকা, ১১ এপ্রিল, ২০২৫ (বাসস) : রাজধানীর যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের ওপর থেকে গাড়ির চাপায় পৃষ্ট হয়ে নিহত অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মোরশেদ আলম বলেন, যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের ওপর টোল প্লাজার কাছ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ শুক্রবার দুপুরের দিকে ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়।

তিনি জানান, ওই নারীর পরিচয় এখনো জানা যায়নি। তবে মধ্যরাতে দ্রুতগামী কোন গাড়ির চাপায় ওই নারী পৃষ্ট হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ফ্লাইওভারের আশেপাশের সিসি ক্যামেরা ফুটেজ দেখে গাড়ি শনাক্তের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, নিহত নারীর পরনে ছিল কালো সেলোয়ার কামিজ, (সিআইডি) ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের মাধ্যমে তার পরিচয় জানা যেতে পারে।