শিরোনাম
ঢাকা, ১৩ এপ্রিল, ২০২৫ (বাসস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি-বিডি) আদেশ অনুসারে রাঙ্গামাটিতে নিয়োজিত একজন অতিরিক্ত পুলিশ সুপারকে ট্রাইব্যুনালের তদন্তকারীদের সামনে হাজির করার জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক এম আহসান হাবিব বলেছেন, আইসিটি-বিডি’র আদেশে বন্দর নগরীর একটি পুলিশ দল রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরীকে ঢাকায় আনার জন্য তাদের হেফাজতে নিয়েছে।
হাবিব বলেন,‘পুলিশের একটি দল ঢাকা নিকটস্থ এলাকা পর্যন্ত অনির্বাণ চৌধুরীকে পাহারা দিয়ে নিয়ে আসে।’
কর্মকর্তারা জানান, আইসিটি-বিডির তদন্ত সংস্থা গত বছরের জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় ছাত্র হত্যার সঙ্গে তার যোগসূত্রের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবে। ওই সময়ে তিনি নরসিংদীতে নিয়োজিত ছিলেন।
অনির্বাণকে অক্টোবরে দক্ষিণ-পূর্ব পার্বত্য জেলায় ট্রাফিক ব্যবস্থাপনার জন্য অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে রাঙ্গামাটিতে বদলি করা হয়।