শিরোনাম
ঢাকা, ১৪ এপ্রিল, ২০২৫ (বাসস): পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকা, বরিশাল ও গাইবান্ধায় বায়ু ও পরিবেশ দূষণ রোধে অভিযান চালানো হয়েছে। এ সব অভিযানে তিনটি মামলায় জরিমানা করা হয়েছে।
নির্মাণ সামগ্রী দিয়ে বায়ু দূষণ করায় রোববার ঢাকা মহানগরের মাতুয়াইল, বনানী, কলাবাগান, ধানমন্ডি, লালমাটিয়া ও আমিন বাজারে চারটি ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। মাতুয়াইল ও আমিন বাজার এলাকায় ময়লা পোড়ানোর দায়ে কিছু প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।
একইদিন বরিশালের লথুল্লাবাদ বাসস্ট্যান্ডে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রি ও সরবরাহের অভিযোগে দুটি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। একটি মামলায় জরিমানাসহ ২০০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। বিভিন্ন দোকান ও সাধারণ মানুষকে পলিথিন ব্যবহারে নিরুৎসাহিত করা হয়েছে।
এছাড়া গাইবান্ধায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। তিনটি মামলায় জরিমানা করা হয়েছে। তিনটি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। দূষণ রোধে এই ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।