শিরোনাম
ঢাকা, ১৪ এপ্রিল, ২০২৫ (বাসস): গুম ও শহীদ পরিবারের সঙ্গে ব্যতিক্রমধর্মী বৈশাখ পালন করেছে ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি বগুড়া পরিবার)।
আজ পহেলা বৈশাখ ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) জাতীয়তাবাদী বগুড়া পরিবার আয়োজিত গুম ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ পরিবারদের সঙ্গে নিয়ে ব্যতিক্রমধর্মী পহেলা বৈশাখ উদ্যাপন করা হয়।
বৈশাখ উদ্যাপনের এই অনুষ্ঠানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে গুমের শিকার ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা, ২০১৩ সালে গুম হওয়া জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদ কাওসারের স্ত্রী-কন্যা এবং ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরে পুলিশের গুলিতে শহীদ সৈকতের পিতা উপস্থিত ছিলেন। এসময় বগুড়া পরিবার শহীদ ও গুমের শিকার পরিবারের সঙ্গে আনন্দ উদ্যাপন ও সুখে দুখে এভাবে পাশে থাকার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর আব্দুল লতিফ, ‘আমরা বিএনপি পরিবার’ এর উপদেষ্টা মো. আবুল কাশেম, শেকৃবি’র সাদা দলের সভাপতি প্রফেসর আমিনুজ্জামান রিপন, ছাত্র-পরামর্শক প্রফেসর আশাবুল হক, ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন উপস্থিত ছিলেন। এছাড়াও সাংবাদিক নেতা জাহিদুল ইসলাম রনি, বেসরকারি টেলিভিশন চ্যানেল গ্লোবাল টিভি’র হেড অব নিউজ মুতাসিম ফেরদৌস মামুন, নিউজ টুয়েন্টি ফোর-এর প্রধান বার্তা সম্পাদক আজিজুর রহমান কিরণ ও এটিএন নিউজ-এর ‘হেড অব ডিজিটাল’ মোহাম্মদ মহসিনুর রহমান বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।