শিরোনাম
ঢাকা, ১৫ এপ্রিল, ২০২৫ (বাসস) : ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলার আহত ১ হাজার ফিলিস্তিনি নাগরিককে চিকিৎসা সেবা দেবে বাংলাদেশের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামি।
আগামী দুই-একদিনের মধ্যে এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন মারকাজুল ইসলামির তথ্য বিভাগের তথ্য প্রযুক্তি কর্মকর্তা নাজমুল হাসান।
বিষয়টি নিশ্চিত করে নাজমুল হাসান বাসস’কে বলেন, আমরা এ বিষয়ে প্রাথমিক প্রস্তুতি নিয়েছি। কাল-পরশুর মধ্যে প্রধান উপদেষ্টাকে আমরা চিঠি দিবো। আমরা কোথায় কিভাবে কাজ করবো সে বিষয়ে যেনো প্রধান উপদেষ্টাকে বুঝাতে পারি সে বিষয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি অনুমতি দিলে আগামী মাসের শুরুর দিকে আমরা তাদেরকে বাংলাদেশে নিয়ে আসবো।
চিকিৎসার ব্যয় কোথায় থেকে বহন করা হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের সঙ্গে কিছু প্রতিশ্রুতিবদ্ধ প্রতিষ্ঠান রয়েছে। তাছাড়া আশা করি, বাংলাদেশের মানুষ তাদের পাশে সর্বোচ্চটুকু দিয়ে পাশে দাঁড়াবে।