বাসস
  ১৬ এপ্রিল ২০২৫, ১৮:৩৯

২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-উত্তরা বিভাগ।

গ্রেফতারকৃতের নাম-তোফায়েল আহমেদ সিদ্দিকী (৩৫)।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যাত্রাবাড়ীর মেসার্স সান্টু ফিলিং স্টেশনের সামনে ঢাকা - চট্টগ্রাম মহাসড়কে মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করে ২০ হাজার পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে ডিবির একটি চৌকস দল। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪৭ লাখ ৫২ হাজার টাকা।

এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।