বাসস
  ১৬ এপ্রিল ২০২৫, ২৩:৩৬

ডিএনসিসির কার্যক্রমে গতিশীলতা আনতে উপদেষ্টা কমিটি

ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৫ (বাসস): ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে দুটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।

দুটি কমিটির মধ্যে একটি হলো - ১৪ সদস্যের ডিএনসিসি লোকাল এক্সপার্ট এডভাইজরি কমিটি এবং ১৭ সদস্য বিশিষ্ট ডিএনসিসি প্রবাসী বিশেষজ্ঞ উপদেষ্টা কমিটি। কমিটিগুলো সম্পূর্ণ অবৈতনিক কমিটি।

সম্প্রতি ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামানের স্বাক্ষরিত দুটি পৃথক অফিস আদেশে এই কমিটি গঠন করা হয়েছে।