শিরোনাম
ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৫ (বাসস): নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খানের নামে ঢাকা ও নরসিংদীর বিভিন্ন জায়গায় থাকা ২.৪১ একর জমি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
এছাড়া গুলশানে থাকা একটি ফ্ল্যাট জব্দের আদেশ দেওয়া হয়েছে। এসব জমি ও ফ্লাটের দলিল মূল্য ৪ কোটি ২৩ লাখ ৬১ হাজার ৭২০ টাকা।
অপর দিকে আনোয়ারুল আশরাফের নামে বিভিন্ন ব্যাংকের ৩০টি হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ৩ কোটি ৭৭ লাখ ৫০ টাকা রয়েছে বলে আবেদনে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেছেন।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম তথ্যটি জানিয়েছেন।
আবেদনে বলা হয়, অভিযুক্তের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা চলমান রয়েছে। মামলার তদন্তকালে বর্ণিত সম্পদের তথ্য পাওয়া যায়। বিচার শেষ হওয়ার পূর্বে এসব সম্পদ যাতে অন্যত্র হস্তান্তর, স্থানান্তর কিংবা রূপান্তর করতে না পারেন সেজন্য স্থাবর সম্পত্তিসমূহ জব্দ ও অস্থাবর সম্পদসমূহ অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।