শিরোনাম
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘জাতীয় নির্বাচনের দাবি আদায়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলন করার প্রয়োজন নেই। আমরা আশা করছি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তারা অবশ্যই ভূমিকার রাখবে। জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।’
নির্বাচন আদায়ে বিএনপি জোটবদ্ধভাবে কঠোর আন্দোলনে রাজপথে নামছে কী না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা মনে করি না নির্বাচনের জন্য রাজপথে নামতে হবে। কারণ, এ সরকারকে আমরাই ক্ষমতায় বসিয়েছি। আমাদের প্রত্যাশা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তারা অবশ্যই ভূমিকার রাখবেন এবং জনআকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবেন । এ জন্যই আমরা আমাদের মতামত তুলে ধরছি, তারা যেন জেনে বুঝে সেই মোতাবেক কাজ করতে পারে।’
আজ শনিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে যুগপৎ আন্দোলনের সঙ্গী ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের এসব কথা বলেন।
বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনার বিষয়বস্তু নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘একটি দলকে সরিয়ে অন্য দলকে ক্ষমতায় আনতে জুলাই গণ-অভ্যুত্থান হয়নি।’ এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে নজরুল ইসলাম খান প্রশ্ন রেখে বলেন, তারা আসলে কি চায়? একটি দল বা অন্য কেউ ক্ষমতায় না আসলে কারা আসবে?
তিনি বলেন, ‘নির্বাচন হলে তো একটি দলই ক্ষমতায় আসবে। রাজনীতিতে একটি দল পরাজিত হলে আরেকটি দল বিজয়ী হয়, এটাই নিয়ম। তারা আসলে কি বোঝাতে চাইছে এটা আমাদের বোধগম্য নয়।’
১২ দলীয় জোটের সঙ্গে লিয়াজোঁ কমিটির বৈঠকে আলোচনার বিষয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আজকে আমরা ১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনায় বসেছিলাম। তাদের সঙ্গে আমরা বিভিন্ন ইস্যুতে মত বিনিময় করেছি। এছাড়াও কয়েকদিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির যে আলোচনা হয়েছে, সেই আলোচনার বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছি। কারণ, রাজনৈতিক সহযোগী হিসেবে তাদের জানার অধিকার রয়েছে। আমাদেরও দায়িত্ব সব বিষয়ে তাদের জানানো।
তিনি বলেন, বৈঠকে আগামী নির্বাচন, প্রশাসনের বিভিন্ন সেক্টর থেকে ফ্যাসিবাদের দোসরদের অপসারণ ও তাদের দ্রুত বিচারের বিষয়ে ১২ দলীয় জোটের সঙ্গে বিএনপির আলোচনা হয়েছে। আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনসহ বেশ কয়েকটি বিষয়ে বিএনপির সঙ্গে ১২ দলীয় জোট নেতৃবৃন্দ একমত হয়েছে।
এদিকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে আগামী ডিসেম্বরে নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন ১২ দলীয় জোটের দলনেতা মোস্তফা জামান হায়দার।
বৈঠকে ১২ দলীয় জোটের শরিকদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা প্রমুখ।