বাসস
  ১৯ এপ্রিল ২০২৫, ২১:৫০

ছাদ উড়ে যাওয়া সেই বাসের নিবন্ধন সাময়িক স্থগিত

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লাগার পর প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে ছাদ উড়ে যাওয়া ‘বরিশাল এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী বাসটির নিবন্ধন সাময়িক ভাবে স্থগিত করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

আজ শনিবার বিআরটিএর ঢাকা মেট্রো-২ সার্কেলের (ইকুরিয়া) উপপরিচালক (ইঞ্জি:) মো. সানাউল হক স্বাক্ষরিত পত্রে বিষয়টি জানা যায়। বাসটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ব-১৪-৯৩৫০।

পত্রে বলা হয়, গত ১৭ এপ্রিল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কামারখোলা রেল ফ্লাইওভারের উপর ‘বরিশাল এক্সপ্রেস’ নামক ঢাকা মেট্রো-ব-১৪-৯৩৫০ নম্বর মোটরযানটি সামনে থাকা একটি প্রাইভেটকারকে দ্রুতগতিতে ধাক্কা দেয়। এ সময় সামনে থাকা আরও একটি কাভার্ডভ্যানে গিয়ে ধাক্কা লাগে। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে বাস চালক আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় পেছনে পুলিশ ও সেনাবাহিনীর গাড়ি দেখে বাসচালক আরও বেপরোয়া হয়ে ওঠেন। পরে সমষপুরে এক্সপ্রেসওয়ের রেলিঙের সঙ্গে ধাক্কা খেয়ে বাসটির ছাদ উড়ে সড়কে ছিটকে পড়ে। এতে বাসে থাকা ৮ জন যাত্রী আহত হন।

পত্রে বাসের মালিককে উদ্দেশ্য করে বলা হয়, এ অবস্থায় সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২ এর বিধি ৪৬ অনুযায়ী ঢাকা মেট্রো-ব-১৪-৯৩৫০ নম্বর মোটরযানের নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করা হলো এবং মোটরযানটির নিবন্ধন সনদ, ট্যাক্স টোকেন, ফিটনেস সনদ, রুট পারমিট ও উক্ত মোটরযানের চালকের ড্রাইভিং লাইসেন্সসহ আপনাকে ঢাকা মেট্রো-২ সার্কেল (ইকুরিয়া) কার্যালয়ে সশরীরে হাজির হয়ে সড়ক পরিবহণ আইন ২০১৮ এর ধারা ২৪ অনুযায়ী আপনার মালিকানাধীন মোটরযানটির নিবন্ধন কেন স্থায়ীভাবে বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে শুনানি/লিখিত বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় ঢাকা মেট্রো-ব-১৪-৯৩৫০ নম্বর মোটরযানের নিবন্ধন স্থায়ীভাবে বাতিল করাসহ আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।