শিরোনাম
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫ (বাসস) : বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নেট রান রেটে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
দলের এমন অর্জনে নারী ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ বিজয় শুধু একটি দলের নয়। এ দেশের, সমাজের, স্বপ্ন দেখা প্রতিটি মেয়ের খেলাধুলার সীমারেখা পেরিয়ে তা হয়ে উঠেছে জাতীয় গর্বের মুহূর্ত উল্লেখ করে আজ শনিবার রাতে এক বিবৃতিতে বিএনপি নেতৃবৃন্দ বলেন, ‘বাংলাদেশ নারী ক্রিকেট দলের এই জয় দীর্ঘদিনের সংগ্রামের ফসল। নেট রান রেটের কঠিন লড়াইয়ে টিকে থেকে তারা দেখিয়েছে, সীমিত সুযোগেও সম্ভব আন্তর্জাতিক সাফল্য। আমরা গর্বিত।’
বিএনপি নেতৃবৃন্দ বলেন নিগার সুলতানাদের এই পারফরম্যান্স দেশের ক্রীড়া ও নারীর ক্ষমতায়নের চলমান পথচলায় একটি উল্লেখযোগ্য মাইলফলক।
বিবৃতিতে বিএনপির এই দুই শীর্ষ নেতা আরও বলেন, সাধারণ মানুষের চোখে নিগারদের ব্যাটে ছিল সাহস, বোলিংয়ে ছিল সংগ্রামের ধার, আর জয়টা ছিল এক নিখাদ আনন্দের বিস্ফোরণ। এমন জয় শুধু মাঠেই নয়, সমাজেও মানসিকতা পরিবর্তনের বার্তা দেয়।