বাসস
  ২০ এপ্রিল ২০২৫, ১৯:৫৫

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার জন্য নির্দেশনা প্রদান করেছে পিএসসি

ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫ (বাসস): ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার প্রার্থীদের তাদের আসন এবং কক্ষ শনাক্ত করার জন্য পর্যাপ্ত সময় হাতে নিয়ে নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরীক্ষার হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে চলার লক্ষ্যে হাজিরা তালিকায় প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর জোড় ও বিজোড়ে বিন্যস্ত করে এবং প্রতিটি রেজিস্ট্রেশন নম্বর কক্ষওয়ারি দৈবচয়ন ভিত্তিতে সাজিয়ে হাজিরা তালিকা প্রস্তুত করা হয়েছে। এ কারণে পরীক্ষার্থীদের আসন এবং কক্ষ চিহ্নিত করা কিছুটা সময়সাপেক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল পৌনে ১০টার পরে কোনো প্রার্থীকে পরীক্ষার কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে প্রার্থীদের পরীক্ষার কক্ষে প্রবেশ করতে হবে।

বিসিএস লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এবং হলের পরিবেশ সুশৃঙ্খল রাখার জন্য, প্রার্থী এবং সংশ্লিষ্ট সকলকে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের গুরুত্বপূর্ণ নির্দেশাবলি যথাযথভাবে অনুসরণ করার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।