শিরোনাম
ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫ (বাসস): ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) আওতাধীন এলাকায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের বসার ও খাবার পানির ব্যবস্থা করা হয়েছে। রোদ থেকে রক্ষার জন্য ব্যবস্থা করা হয়েছে ছাউনির। ডিএনসিসি’র ১০টি অঞ্চলে প্রতিটিতে দুইটি করে মোট ২০টি কেন্দ্রে এই ব্যবস্থা করা হয়েছে।
এ প্রসঙ্গে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘পরীক্ষার্থীরা হলে প্রবেশের পর থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত অনেক অভিভাবক কেন্দ্রেই অপেক্ষা করেন। যেহেতু দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় তাই অভিভাবকদের জন্য বসার ও খাবার পানির ব্যবস্থা করেছি। রোদে যেন তাদের কষ্ট না হয় সেজন্য ছাউনির ব্যবস্থা করা হয়েছে। অনেক কেন্দ্রে অভিভাবকদের জন্য এই সুবিধাগুলো থাকে না, তাই ডিএনসিসি থেকে এই উদ্যোগ নেয়া হয়েছে।’