বাসস
  ২১ এপ্রিল ২০২৫, ২২:৩৭

সুপ্রিম কোর্টে প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ

সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ফ্যাসিস্ট বিচারপতিদের সরে যেতে সমাবেশ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। ছবি: বাসস

ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫ (বাসস) : সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ফ্যাসিস্ট বিচারপতিদের সরে যেতে সমাবেশ করেছে আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

‘ফ্যাসিস্ট বিচারপতিদের অপসারণের দাবিতে আইনজীবী সমাবেশ’ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন জ্যেষ্ঠ আইনজীবী বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান জয়নুল আবেদীন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি ব্যারিস্টার এম বদরুদ্দোজা বাদলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী তৌহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন ফোরামের কেন্দ্রীয় মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। আরও বক্তৃতা করেন- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মো রুহুল কুদ্দুস কাজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলী প্রমুখ।

অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ন্যায়বিচার নিশ্চিত না করে যারা অবিচার করেছেন ফ্যাসিস্টের দোসর বিচারপতিগণ স্বেচ্ছায় সরে যাবেন বলে আশা করেছিলাম। অত্যন্ত পরিতাপের বিষয়, তারা এখনও যাননি। তাদের জন্য আজ আবার রাস্তায় দাঁড়াতে হয়েছে। হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, এখনও সময় আছে, আইনজীবীরা জাগলে কী হয়।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেওয়া সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিচার দাবি করে জয়নুল আবেদীন বলেন, খায়রুল হকের বিচার এখনো কেন করছেন না? তার সঙ্গে আপনাদের এমন কী ব্যবস্থা হয়েছে আমরা বুঝতে পারি না। তাহলে আপনারাও খায়রুল হক যে পথে হেঁটেছেন সে পথে হাঁটতে চান? তাহলে জনগণ আপনাদেরও বিচার করবে।