শিরোনাম
ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫ (বাসস) : দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাইবান্ধার সাঘাটা উপজেলা বিএনপি’র সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
বিএনপি’র সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।
এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে গাইবান্ধা জেলাধীন সাঘাটা উপজেলা বিএনপি’র সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপকে বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।