শিরোনাম
ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫ (বাসস) : সারা দেশে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬ শ’ ১০ জন অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯০৬ জন রয়েছে। অভিযানে বেশকিছু আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ ও কার্তুজের খোসা উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার রাতে পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অভিযান চালিয়ে মোট ১ হাজার ৬ শ’ ১০ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯০৬ জন ও অন্যান্য অপরাধে আরও ৭০৪ জনকে গ্রেফতার করা হয়।
এছাড়াও পুলিশের এই অভিযানে দেশীয় পাইপগান ১টি, একনলা বন্দুক ১টি, কার্তুজের খোসা ১ রাউন্ড ও অকেজো ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।