বাসস
  ২৩ এপ্রিল ২০২৫, ২০:২১

প্রাইমএশিয়া ইউনিভার্সিটির ছাত্র পারভেজ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রতীকী ছবি

ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৫ (বাসস): প্রাইমএশিয়া ইউনিভার্সিটির ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলামকে (২০) গ্রেফতার করেছে র‌্যাব। 

বুধবার বিকেলে গাইবান্ধা জেলার সদর থানাধীন শাহপাড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামস্থ এরশাদ হোসেনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এই নিয়ে আলোচিত হত্যা মামলায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।                                                                                                                                                                  

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি দল তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে বনানী থানার হত্যা মামলার এজাহারভুক্ত ১নং আসামি মো. মেহেরাজ ইসলাম (২০) গাইবান্ধা জেলার সদর থানা এলাকায় অবস্থান করছে। পরে সদর থানাধীন শাহপাড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে মো. এরশাদ হোসেনের বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।                                                                                                                                                                                                                                                                                                                                        এরআগে রোববার মধ্যরাতে ঢাকার মহাখালী ওয়ারলেস গেট এলাকায় অভিযান চালিয়ে পারভেজ হত্যায় তিনজনকে গ্রেফতার করে বনানী থানা পুলিশ। তারা হলেন মো. আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) ও আল-আমিন সানি (১৯)। এই তিনজনের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

পুলিশ জানিয়েছে, পারভেজ প্রাইমএশিয়ার গলিতে সিঙ্গাড়া খাওয়ার জন্য গিয়েছিলেন। ওই সময় সেখানে দু’জন ছাত্রী ছিলেন। ওই ছাত্রীদের দেখে পারভেজ ‘হাসাহাসি’ করেছেন বলে দাবি করে অভিযুক্ত ছাত্রীরা তাদের বন্ধুদের ফোন করে ডেকে আনেন। পরে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন উভয়পক্ষকে নিয়ে মীমাংসাও করে দেয়।

পরবর্তীতে ওই ছাত্রীদের বন্ধুরা পারভেজের ওপর হামলা চালালে পারভেজ বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে দৌড়ে আসার সময় আঘাত পান। এসময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে বুকে-পিঠে আঘাত করে পালিয়ে যান।

এই ঘটনায় নিহতের চাচাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে আটজনকে আসামি করে বনানী থানায় একটি মামলা দায়ের করেন।