বাসস
  ২৪ এপ্রিল ২০২৫, ১৫:১১

হবিগঞ্জে ভারতীয় পণ্য আটক

বৃহস্পতিবার হবিগঞ্জে দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য আটক করে বিজিবি। ছবি : বাসস

হবিগঞ্জ, ২৪ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় আজ অভিনব পন্থায় পাচারের সময় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য আটক করেছে বিজিবি।

আজ সকাল ৭টায় একটি ট্রাক ভর্তি ভারতীয় পণ্য বালু দিয়ে ঢেকে পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ বিজিটির একটি টিম মহসাড়কের জগদীশপুরে অভিযান চালিয়ে ট্রাকটি আটক করে। পরে বালুর নিচ থেকে দেড় কোটি টাকার মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস্, জিলেট ব্লেড, চশমা আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন ৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান ।