বাসস
  ২৪ এপ্রিল ২০২৫, ১৬:৩৬

রাজধানীর আফতাবনগরে পশুর হাট বসানোর ইজারা নিয়ে হাইকোর্টে রিট

সুপ্রিম কোর্ট। ফাইল ছবি

ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৫ (বাসস): রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানি পশুর হাট বসানোর জন্য দেওয়া ইজারা বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। 

অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ বলেন, গত ২১ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) আফতাবনগর এলাকায় কোরবানির পশুর হাট বসানোর জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে। অথচ এই বিষয়ে হাইকোর্টে রুল বিচারাধীন।

গত বছরের ৩ জুন হাইকোর্ট আফতাবনগরে কোরবানির পশুর হাট বসানোর সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। যা পরবর্তীতে আপিল বিভাগে বহাল থাকে।

রিটে বলা হয়, আফতাবনগর একটি আবাসিক এলাকা এবং সেখানে পশুর হাট বসানো জনস্বার্থের পরিপন্থি।

আফতাবনগরে পশুর হাটের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে এর আগেও হাইকোর্টে রিট করা হয়েছিল। রিটে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, ডিএসসিসি, দক্ষিণ সিটির প্রধান ভূমি কর্মকর্তা ছাড়াও মোট নয়জনকে বিবাদী করা হয়।