বাসস
  ২৪ এপ্রিল ২০২৫, ১৭:১১

নিরাপদে পথচারী পারাপারে মিরপুর জেব্রা ক্রসিং এ সিগন্যাল লাইট স্থাপন

নিরাপদে পথচারী পারাপারে মিরপুর জেব্রা ক্রসিং এ সিগন্যাল লাইট স্থাপন।ছবি : ডিএমপি

ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৫ (বাসস): পাইলট প্রকল্পের আওতায় ট্রাফিক মিরপুর বিভাগের মিরপুর কলেজ এলাকায় নিরাপদে পথচারী পারাপারের জন্য জেব্রা ক্রসিং এ পরীক্ষামূলকভাবে সিগন্যাল লাইট স্থাপন করা হয়েছে।

সিগন্যাল লাইট ব্যবহারের মাধ্যমে নিরাপদে পথচারী পারাপার ও যানজট হ্রাসকল্পে এই প্রকল্প চালু করা হয়। এতে সফলতা পাওয়া গেলে ঢাকার গুরুত্বপূর্ণ সকল ক্রসিং আধুনিক সিগন্যাল লাইটের আওতায় আনা হবে।

আজ বৃহস্পতিবার মিরপুর-২ এ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বিপরীতে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সামনে অবস্থিত পাইলট প্রকল্প পরিদর্শনকালে এসব কথা জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। 

ডিএমপির ট্রাফিক বিভাগ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সহযোগিতায় পরিচালিত এ পাইলট কার্যক্রমটি মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এবং মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সামনে অবস্থিত পথচারী ক্রসিংয়ে ৮ মে পর্যন্ত প্রতিদিন (ছুটির দিন ব্যতীত) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে। 

এ প্রকল্পের আওতায় ট্রাফিক মিরপুর বিভাগের মিরপুর কলেজ এলাকায় নিরাপদে পথচারী পারাপারের জন্য জেব্রা ক্রসিং এ পরীক্ষামূলকভাবে সিগন্যাল লাইট স্থাপন করা হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থা অধিকতর নিরাপদ করতে জাইকা ও ডিএমপির ট্রাফিক বিভাগ এক সঙ্গে কাজ করছে। 

পরিদর্শনকালে ট্রাফিক-মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাসসহ ট্রাফিক মিরপুর বিভাগের কর্মকর্তাবৃন্দ ও জাইকার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।