শিরোনাম
ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি জনগণের ভোটাধিকার নিশ্চিতের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
তিনি বলেন, ‘দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপি গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত ও জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার প্রশ্নে সর্বদা অবিচল। তাই, যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে তার দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তারেক রহমান আজ বৃহস্পতিবার বিকেলে উত্তরাঞ্চলীয় দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় বিএনপি’র কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটি আয়োজিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ‘ভার্চুয়াল প্লাটফর্মে’ প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তাঁর বক্তব্য এ তিনটি জেলায় একযোগে প্রচার করা হয়।
বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনকারী সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয়ের মাধ্যমে বিএনপি’র পক্ষ থেকে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের যে ৩১ দফা ঘোষণা করা হয়েছে তার স্বপক্ষে জনগণের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে তাঁর দিক নির্দেশনামূলক বক্তৃতায় বলেন, ‘দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি’র ওপর জনগণ আস্থা রাখে। তারা মনে করে দেশ ও মানুষের জন্য কিছু করা সম্ভব হলে তা বিএনপিই করতে পারবে।’
দলীয় নেতা-কর্মীদের দৃষ্টি আকর্ষণ করে তারেক রহমান উল্লেখ করেন, ‘আপনাদেরকে আমি বারবার বলে আসছি, আবারো বলছি, আপনাদেরকে জনগণের বিশ্বাস অর্জন করতে হবে এবং বিএনপি’র প্রতি সর্বস্তরের মানুষের বিদ্যমান যে আস্থা রয়েছে, তা ধরে রাখতে হবে।’
তিনি বলেন, ‘কর্মশালাগুলোতে ৩১ দফা সম্পর্কিত বিস্তারিত যে আলোচনা করা হচ্ছে, সে-সম্পর্কে বিএনপিসহ ছাত্রদল,যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দলের নেতা-কর্মী এবং বিএনপি’র প্রতি আস্থাশীল এমন সকলে মিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে যারা ধারণ করেন তাদের প্রত্যেকের কাছে ৩১ দফার বিষয়াবলি ছড়িয়ে দিতে হবে। জনগণের কাছে ৩১ দফার বার্তা পৌঁছে দিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করবেন।’
তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য প্রদান করা ছাড়াও কর্মশালায় অংশগ্রহণকারী নেতা-কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
বার্তা সংস্থা বাসস’র দিনাজপুর প্রতিনিধি জানিয়েছেন, দিনাজপুর শহরের নাজমা গার্ডেনে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন, জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্মশালায় বক্তৃতাকালে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছেন। রাজপথে মিছিল, মিটিং, সংগ্রাম করেছেন। কিন্তু এবার জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে, দেশ গঠনের জন্য। আজ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত প্রতিটি নেতা-কর্মীকে দায়িত্ব নিয়ে এই ৩১ দফার বার্তা চারিদিকে ছড়িয়ে দিতে হবে।’
সবার কথা ৩১ দফার মধ্যে রয়েছে, উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা টিভির টকশোগুলোতে, অন্তর্বর্তী সরকারের লোকজনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সুশীলদের কাছ থেকে সংস্কার নিয়ে অনেক কথাই শুনি। কিন্তু আজকের আলোচনায় প্রান্তিক মানুষের চাওয়াগুলো উঠে এসেছে। এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে।’
তারেক রহমান বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশ পরিচালনা করার সুযোগ পাওয়ার পর তাঁরা দেশের শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো খাতের উন্নয়নসহ কৃষি উৎপাদন বাড়ানোর ব্যাপারে কাজ করেছেন। তারা সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন, নারীদের আসন সংখ্যা বাড়িয়েছিলেন। আইনি ব্যবস্থাকে স্বাধীন করার উদ্যোগ নিয়েছিলেন।’
‘দেশের মানুষের সুস্থভাবে জীবন-যাপন সম্পর্কিত সবগুলো বিষয়কে বিএনপি প্রাধান্য দিয়েছে-এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদেরকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে। বিগত সাড়ে ১৫ বছর ফ্যাসিস্ট সরকার ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার জন্য নানা ট্যাগ দিয়ে জাতিকে বিভক্ত করে রাখার চেষ্টা করেছিল। আমাদের দেশকে এগিয়ে নিতে হলে চেষ্টা করতে হবে কম মতপার্থক্য ও জাতিকে ঐক্যবদ্ধ রাখা। কারণ জাতি বিভাজিত হলে দেশ এগিয়ে যেতে পারবে না। আমরা ধর্ম বিবেচনায় নয়, বাংলাদেশি হিসেবে বিবেচনা করবো এবং সকল ধর্মের মানুষের সম্প্রীতির দেশ গড়ে তুলবো।’
কর্মসংস্থান নিয়ে তারেক রহমান বলেন, ‘দেশের প্রায় ৩ কোটি নারী-পুরুষ বেকার রয়েছে। এত মানুষকে বেকার রেখে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভাব হবে না। তাই কর্মসংস্থানের ক্ষেত্র বাড়াতে হবে। সেটি সরকারি বা বেসরকারিভাবে হতে পারে। বিশেষ কোনো প্রকল্পে কর্মসংস্থান তৈরি ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে হতে পারে।’
এ সময় তিনি বলেন, সমাজের অনেক গ্রহণযোগ্য ব্যক্তি রয়েছেন যারা দেশের জন্য কাজ করতে চান। কিন্তু তারা নিয়মিত রাজনীতিতে নেই। এমন শিক্ষক, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে সমাজের উন্নয়নে কাজ করার সুযোগ দেবে বিএনপি।
আন্তর্জাতিক নদী তিস্তা প্রশ্নে তারেক রহমান বলেন, ‘উত্তরের তিন কোটি মানুষ তিস্তার সঙ্গে জড়িত। বিগত সময়ে এটিকে নিয়ে রাজনীতি হয়েছে। যার ফলে মানুষের ভাগ্যের উন্নয়নে পরিবর্তন হয়নি। এবার আমরা তিস্তাপারের মানুষের ভাগ্য পরিবর্তনে রাজনীতি করতে চাই না। দেশ পরিচালনার সুযোগ পেলে যেভাবে উন্নয়ন ও পরিকল্পনা গ্রহণ করলে মানুষের উপকার হবে, সেটাই করা হবে। পরে তিনি বিএনপির ৩১ দফা নিয়ে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
দিনাজপুরের কর্মশালার উদ্বোধন করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু।
এ কর্মশালায় বিভিন্ন অধিবেশনে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র মিডিয়া সেলের প্রধান অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আব্দুল্লাহ আল মামুন।
এছাড়াও কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, গণ-শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মোর্শেদ হাসান খান, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকন ও নাটোর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল।
দিনাজপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি মোকাররম হোসেন, খালেকুজ্জামান বাবু, জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন সহ যুবদল, ছাত্রদল এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী এ কর্মশালায় উপস্থিত ছিলেন।
বাসস’র ঠাকুরগাঁও প্রতিনিধি জানায়, স্থানীয় ইএসডিও জয়নাল আবেদীন কনফারেন্স অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালায় বক্তৃতাকালে তারেক রহমান বলেন, ‘বিএনপি’র প্রতি জনসাধারণের আস্থা ও বিশ্বাস একদিনে অর্জিত হয়নি। এর পেছনে বিএনপিকে বহু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয়েছে, বিএনপির বহু নেতা কর্মীরা দেশের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য শহীদ হয়েছেন, কারাবরণ করেছেন এবং ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন, অত্যাচারে পঙ্গু হয়েছেন, অন্ধ হয়েছেন। এসবের বিনিময়ে আমরা দেশের মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করেছি।’
তিনি বলেন, দেশে খাল খনন করে কৃষককে পানি দেয়ার ব্যবস্থা বিএনপি করেছে, নারীদের জন্য শিক্ষার প্রসার বিএনপি করেছে। বিদেশ থেকে রেমিট্যান্স যোদ্ধাদের মাধ্যমে দেশে রেমিট্যান্স আনা, সেটাও বিএনপি করেছে। এদেশে একশ ভাগ ভালো কাজ হয়ে থাকলে তার ৭০ ভাগ করেছে বিএনপি।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘দল হিসেবে আমাদের ভালো মন্দ সবকিছুই আছে। সফলতাও যেমন আছে, তেমনি ব্যর্থতাও আছে। তার ভেতর দিয়েই আমরা চলেছি, আমরা চেষ্টা করেছি মানুষকে কিছু দেয়ার জন্য, মানুষকে আমাদের দেয়া কমিটমেন্ট বাস্তবায়নের জন্য।’
তিনি বলেন, ‘আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি তা পূরণ করতে আমরা বদ্ধপরিকর। আমরা মানুষের সাথে সবসময়ই আছি, আমরা মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি, কখনই কোনো অবস্থায় আমরা জনসাধারণকে ত্যাগ করিনি।’
ঠাকুরগাঁওয়ে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেতা-কর্মীদের উদ্দেশ্যে প্রদত্ত বক্তৃতায় বলেন, ‘বিএনপির ৩১ দফা দেশের মানুষের মুক্তির সনদ। এই বাংলাদেশই চেয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেই বাংলাদেশই চায় আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে।’
তিনি বলেন, ‘আজ সবাই সংস্কারের কথা বলেন কিন্তু বিএনপি তার ৩১ দফায় দেশের সমস্ত মৌলিক সংস্কারের কর্মসূচি তুলে ধরেছে। বিএনপিকে পুরোপুরি একটা আদর্শিক রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করতে আমরা কাজ করে যাচ্ছি।’
ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনের সভাপতিত্বে এ কর্মশালায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ, দলের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ সম্পাদক রাশেদা বেগম হিরা ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল উপস্থিত ছিলেন।
পঞ্চগড় প্রতিনিধি জানান, শহরের পৌরসভা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম পাচ্চু।