শিরোনাম
ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৫ (বাসস) : র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২) ও বিটিআরসি যৌথ অভিযান চালিয়ে হাজারীবাগ থানা এলাকা থেকে এক হাজার ৫৪৭টি বিভিন্ন কোম্পানীর সিম উদ্ধার এবং এর মূলহোতা মো. রাজুকে (৩৮) গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ ও বিটিআরসি গত রাতে হাজারীবাগ থানার বাড্ডানগর এলাকায় অভিযান চালিয়ে একটি বাসা থেকে রাজুকে আটক করে। এ সময় রাজুর বাসা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
আজ র্যাব-২ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজু অবৈধ ভিওআইপি ব্যবসা চক্রের মূলহোতা। চক্রটি পরস্পর যোগসাজশে দীর্ঘদিন টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) হতে লাইসেন্স গ্রহণ ব্যতীত অবৈধ ভিওআইপি যন্ত্রপাতি ও স্থাপনা তৈরি করে টেলিযোগাযোগ ব্যবসা করছে।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।