বাসস
  ২৬ এপ্রিল ২০২৫, ১৭:৩২

বিএনপি নেতার মায়ের মৃত্যুতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শোকবার্তা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৫(বাসস): বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সেনবাগ উপজেলার সাবেক চেয়ারম্যান কাজী মফিজুর রহমানের মমতাময়ী মাতা কাজী ছাবিদা জামান গত রাত ২ ঘটিকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

কাজী ছাবিদা জামান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ এক শোকবার্তায় মরহুমা কাজী ছাবিদা জামানকে একজন আদর্শবান, ন্যায়পরায়ণ ও ধর্মপ্রাণ নারী হিসেবে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘একজন দায়িত্বশীল মাতা হিসেবে নিজ পরিবারের প্রতি তার কর্তব্যবোধ ছিল অপরিসীম। অত্যন্ত ধৈর্যশীল এই মহিয়সী নারী সুখে-দুঃখে সবসময় স্বামীসহ নিজ সন্তানদের সাহস ও অনুপ্রেরণা যুগিয়েছেন।’ 

শোকবার্তায় মহাসচিব বলেন, ‘তিনি নিরলস পরিশ্রমের মাধ্যমে সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত ও সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে গড়ে তুলেছিলেন। একজন পরহেজগার নারী হিসেবেও তিনি নিজ এলাকায় সকলের নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয়। তার মৃত্যুতে পরিবার, নিকটজনসহ এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দোয়া করি-মহান রাব্বুল আলামিন যেন মরহুমা কাজী ছাবিদা জামানকে বেহেস্ত নসিব করেন এবং শোকাচ্ছন্ন পরিবারবর্গকে এই শোক কাটিয়ে ওঠার ক্ষমতা দান করেন।’

বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমা কাজী ছাবিদা জামান এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক বিহব্বল পরিবারবর্গ, নিকটজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।