বাসস
  ২৬ এপ্রিল ২০২৫, ২০:০১

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই আমাদের জীবন নতুনভাবে শুরু হয়েছে: শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আজ টিএসসিতে আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৈশাখি মিলনমেলায় অংশগ্রহণ করেন। ছবি : ঢাবি

ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়া) আহ্বায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের প্রাণের বিশ্ববিদ্যালয়। এখানেই আমরা তারুণ্য কাটিয়েছি, স্বপ্ন দেখেছি। এখান থেকেই আমাদের জীবন নতুনভাবে শুরু হয়েছে।

আজ শনিবার টিএসসিতে আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৈশাখি মিলনমেলা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিভিন্ন কারণে অনেক দিন ধরে আমরা অনেকেই স্বচ্ছন্দে বিশ্ববিদ্যালয়ে আসতে পারিনি। আজকের মিলনমেলার মূল উদ্দেশ্য হলো পুরোনো সহপাঠীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা। ‘তুই কেমন আছিস?’ এমন একটি সহজ প্রশ্নও আমরা অনেকদিন যাবত বন্ধুদের করতে পারিনি। আজ আবার অনেকের সাথে দেখা হয়েছে।

তিনি বলেন, আজকে এই অনুষ্ঠানে মঞ্চে কোন চেয়ার রাখা হয়নি, ঘণ্টার পর ঘণ্টা বক্তব্য দেওয়ার ট্রেডিশন থেকে আমরা বের হয়ে এসেছি। আমরা আজকে শুধু একটা আড্ডার ব্যবস্থা করেছি। এই আড্ডার মাধ্যমে পারস্পরিক, রাজনৈতিক, ব্যবসায়িক, পারিবারিক  সবকিছু নিয়ে কথা বলেছি। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কর্মকাণ্ড, কাজের পরিধি ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ অনেক বেড়েছে। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক ও উন্নয়ন কর্মকাণ্ডে অ্যালামনাইবৃন্দ বিভিন্নভাবে অবদান রেখে চলেছেন। তাদের গতিশীল কার্যক্রমে বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

তিনি বলেন, আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করছি। এসময় সকলের মধ্যে ঐক্য ধরে রাখতে এ ধরনের মিলনমেলা কার্যকর ভূমিকা পালন করতে পারে।

ডুয়া আহ্বায়ক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে ও সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানির সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ অ্যালামনাইবৃন্দ উপস্থিত ছিলেন।