শিরোনাম
ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : সারাদেশে অভিযান চালিয়ে ১ হাজার ৫০৮ জন অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭৩ জন।
আজ রোববার বিকেলে পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অভিযান চালিয়ে মোট ১ হাজার ৫০৮ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭৩ জন। অন্যান্য অপরাধে আরও ৫৩৫ জনকে গ্রেফতার করা হয়।
এছাড়াও পুলিশের এই অভিযানে সীসা কার্তুজ ৬ রাউন্ড, ছোরা ৩টি, চাইনিজ কুড়াল ৩টি, চাপাতি ২টি, বিদেশি পিস্তল ১টি, ইয়াবা ট্যাবলেট ১০ পিস ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।