বাসস
  ২৭ এপ্রিল ২০২৫, ২৩:৩৯

জবির কেন্দ্রীয় লাইব্রেরিতে ছাত্রদলের বুকশেলফ প্রদান

জবির কেন্দ্রীয় লাইব্রেরিতে ছাত্রদলের বুকশেলফ প্রদান। ছবি: বাসস

ঢাকা, ২৭ এপ্রিল ২০২৫ (বাসস): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় লাইব্রেরিতে দুইটি নতুন বুকশেলফ প্রদান করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। শিক্ষার্থীদের ব্যাগ, বই ও অন্যান্য জিনিসপত্র রাখার সুবিধার্থে পূর্ব ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী এই বুকশেলফ প্রদান করা হয়।

রোববার বিকেলে জবি শাখা ছাত্রদলের নেতৃবৃন্দের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বুকশেলফ দুটি হস্তান্তর করা হয়।

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, "শিক্ষার পরিবেশ উন্নত করতে আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে থাকতে চাই। ভবিষ্যতেও আমরা  শিক্ষার্থীদের প্রয়োজনের কথা বিবেচনা করে নানাবিধ শিক্ষামূলক উদ্যোগ গ্রহণ করবো।"

সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, "সাধারণ শিক্ষার্থীদের পাশে ছাত্রদল সবসময় ছিল এবং থাকবে। আমাদের শিক্ষার্থীবান্ধব কর্মসূচির অংশ হিসেবেই এই বুকশেলফ প্রদান করা হয়েছে। লাইব্রেরিতে শিক্ষার্থীদের ব্যাগ ও মালামাল রাখার উপযুক্ত ব্যবস্থা না থাকায় তাদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা এ উদ্যোগ গ্রহণ করি। আমাদের এ ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।"

বুকশেলফ হস্তান্তর অনুষ্ঠান আরও উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং পাঠাগারের সংশ্লিষ্ট কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে ছাত্রদলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে বুকশেলফ প্রদান ও পত্রিকা সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতি অনুযায়ী বুকশেলফ স্থাপন করা হয় এবং নিয়মিত পত্রিকা সরবরাহও অব্যাহত রয়েছে।