বাসস
  ২৮ এপ্রিল ২০২৫, ১৫:৩২

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ১৮২৩ মামলা 

ঢাকা, ২৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৮২৩টি মামলা করেছে ডিএমপি’র ট্রাফিক বিভাগ।

এছাড়াও অভিযানকালে ২৫৫টি গাড়ি ডাম্পিং ও ১০৭টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। 

ডিএমপি’র ট্রাফিক বিভাগ গতকাল রবিবার অভিযান পরিচালনা করে এসব মামলা দায়ের করে।

এতে আরও বলা হয়, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপি’র ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।