শিরোনাম
ঢাকা, ২৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : ২০০৯ সাল থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে ২ লাখ ৭৮ হাজার ৪৬৫ জন অসচ্ছল বিচারপ্রার্থী আইনি সহায়তা পেয়েছেন।
জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়। এতে বলা হয়, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত সরকারি খরচে লিগ্যাল এইড এ বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) সেবা দেয়া হয়েছে। এ সেবায় ১ লাখ ৬১ হাজার ৫৯২ মামলায় এডিআর জন্য উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে ১ লাখ ৪৬ হাজার ১২১ মামলা নিষ্পত্তি হয়েছে। এডিআর-এ ২,৭৮,৪৬৫ জন অসচ্ছল বিচারপ্রার্থীকে আইনি সহায়তা প্রদান করা হয়েছে।
দেশে আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচে আইনি সেবা দেয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়। সরকার ২০১৩ সালের ২৮ এপ্রিল তারিখকে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ ঘোষণা করেন। সকল মানুষের বিচার অধিকার প্রতিষ্ঠায় সরকারের আইনগত সহায়তা কার্যক্রম প্রচারের মাধ্যমে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই দিবসটি প্রতিবছর পালন করা হয়। এবার ১৩তম বার দিবসটি আজ সারাদেশে পালিত হয়েছে।