বাসস
  ২৯ এপ্রিল ২০২৫, ১৯:২১

পুলিশের সাবেক এডিসি ইশতিয়াককে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল

মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ কর্মকর্তা ইশতিয়াক আহমেদকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছবি: বাসস

ঢাকা, ২৯ এপ্রিল ২০২৯ (বাসস): জুলাই আন্দোলন নির্মূলে পরিচালিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ কর্মকর্তা ইশতিয়াক আহমেদকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে বিচারিক প্যানেলে তাকে আজ কারাগারে প্রেরণে আদেশ দেয়।

প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান সাংবাদিকদের জানান, ‘জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ড্রোন উড়িয়ে ছাত্র জনতার অবস্থান নির্ণয় করে এর তথ্য র‌্যাব, আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ ক্যাডারদের প্রদান করে তাদের হত্যা ও নির্যাতন চালাতে সহায়তা করার অভিযোগে পরোয়ানাভুক্ত আসামি অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আহমেদকে (সাবেক এডিসি, সিটিটিসিও সাইবার ফরেনসিকের প্রধান) গ্রেফতার করে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠিয়েছে। তাকে রাঙামাটি থেকে গ্রেফতার করা হয়।’

টানা ৩৬ দিনের ছাত্র-জনতার আন্দোলনে গণঅভ্যুত্থানে ৫ আগস্ট পদত্যাগ করে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে দীর্ঘ প্রায় ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদী শাসনের পতন হয়। আন্দোলন নির্মূলে পরিচালিত মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচার অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।